Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে রাশিয়ার দূতাবাস অবরুদ্ধ: রুশ রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রে রাশিয়ার দূতাবাস। ছবি: সংগৃহীত।

ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাস যুক্তরাষ্ট্র অবরুদ্ধ করে রেখেছে বলে দাবি করেছেন দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ। জানিয়েছেন, রুশ কূটনীতিকরা বিভিন্নভাবে হুমকি পাচ্ছেন। রুশ সংবাদ সংস্থা স্পুটনিকের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

রোববার (২৪ এপ্রিল) রুশ সংবাদমাধ্যমে এমন খবর জানানো হয়। রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে আনাতোলি আন্তোনোভ বলেন, দূতাবাস মূলত মার্কিন কর্তৃপক্ষের অবরোধের মধ্যে আছে। হিউস্টন ও নিউইয়র্কে আমাদের জেনারেল কনস্যুলেটগুলোর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ব্যাংক অব আমেরিকা। কর্মীরা ফোন ও ই-মেইলে হুমকি পাচ্ছেন বলে এ সময় উল্লেখ করেন এ রুশ কূটনীতিক।

ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে বিভিন্ন দেশে রাশিয়ার দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। আয়ারল্যান্ডের ডাবলিন, রোমানিয়ার বুখারেস্ট, অস্ট্রিয়া ও লাটভিয়াতে এ ধরনের ঘটনা ঘটেছে।
/এমএন

Exit mobile version