Site icon Jamuna Television

কলাবাগানে খেলার মাঠে দেয়াল তোলার প্রতিবাদ করায় আটক মা-ছেলে মুক্ত

রাজধানীর কলাবাগানে খেলার মাঠে দেয়াল তোলার প্রতিবাদ করায় আটক মানবাধিকারকর্মী সৈয়দা রত্না এবং তার ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ। তাদের আটকের ১২ ঘণ্টা পর রোববার (২৪ এপ্রিল) মধ্যরাতে ছেড়ে দেয়া হয়।

এদিন রাতে তাদের মুক্তির দাবিতে ঢাকার কলাবাগান থানার সামনে বিক্ষোভ করে স্থানীয় বাসিন্দা, মানবাধিকারকর্মী ও উদীচীর নেতাকর্মীরা।

ছাড়া পাওয়ার পর মা ও ছেলে। ছবি: সংগৃহীত।

রোববার (২৪ এপ্রিল) সকালে বাসা থেকে বের হতেই সৈয়দা রত্না দেখতে পান দীর্ঘদিন ধরে যে মাঠের জন্য আন্দোলন করে আসছিলেন সেখানে পুলিশ দেয়াল তুলে দিচ্ছে। সাথে সাথে তিনি ফেসবুক লাইভে গিয়ে ভিডিও করার চেষ্টা করলে বাধা দেয় উপস্থিত পুলিশ। তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় পুলিশ, সরকারি কাজে বাধা দেয়া হয়েছে এই অভিযোগ করা হয়। শুধু তাকেই নয়, তার ১৭ বছরের ছেলে ইসা আব্দুল্লাহ পিয়াংশুকেও ধরে নিয়ে যায় পুলিশ। এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠন হাজির হয় কলাবাগান তেতুলতলা মাঠ প্রাঙ্গনে। বেলা, নিজেরা করি, উদীচী, বাফা, ব্লাস্টার, আইন ও সালিশ কেন্দ্রসহ বেশ কিছু সংগঠন ছুটে আসে।

/এমএন

Exit mobile version