
চট্টগ্রামের আনোয়ারায় মারা গেছে ১৩টি মহিষ। স্থানীয়দের অভিযোগ, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এর পাশ্ববর্তী খাল থেকে কারখানার বিষাক্ত বর্জ্য মিশ্রিত পানি পান করে এসব মহিষের মৃত্যু হয়েছে। রোববার (২৪ এপ্রিল) দিনের বিভিন্ন সময় পশুগুলো মারা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
এর আগে গত ১৪ এপ্রিল আরও ৪টি গরুর মৃত্যু হয়। উপজেলার বারশত ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তৌহিদুল ইসলাম জানান, গোবাদিয়া খালে সিইউএফএল এর বিষাক্ত পানি পান করে এর আগেও এমন গোবাদি পশুর মৃত্যু হয়েছে। বিষয়টি বারবার কারখানা কর্তৃপক্ষকে অভিযোগ করা হয়েছে, তবে তারা ব্যবস্থা নেন না৷
স্থানীয়দের অভিযোগ, কারখানার বর্জ্য পরিশোধন ছাড়াই খালে ছেড়ে দেয় কর্তৃপক্ষ৷ যা গিয়ে পড়ে কর্ণফুলী নদীতে৷
সিইউএফএলের মহাব্যবস্থাপক মইনুল হক বলেন, মহিষ মারা যাওয়ার বিষয়টি আমরা শুনেছি। কিন্তু মহিষগুলোর মৃত্যু আমাদের কারখানা থেকে আসা পানি পানে হয়েছে কিনা তা নিশ্চিত নয়৷ পানির নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়েছে।
/এমএন
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply