Site icon Jamuna Television

ম্যান সিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলে এগিয়ে যাচ্ছে লিভারপুল

এভারটনকে হারিয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান কমালো লিভারপুল। ঘরের মাঠে ২-০ ব্যবধানের জয় পেয়েছে ইয়্যুর্গেন ক্লপ শিষ্যরা। অপর ম্যাচে ওয়েস্টহ্যামকে ১-০ গোলে হারিয়েছে চেলসি।

অ্যানফিল্ডে ম্যাচের প্রথমার্ধে অনেকটাই নিষ্প্রাণ ছিলেন সালাহ-মানেরা। ২১ মিনিটে সাদিও মানের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। ৩৪ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন এভারটনের আব্দুলাই দুকুরে। বিরতির আগে দুই দলের ফুটবলাররা বিবাদে জড়ালে ম্যাচ বন্ধ থাকে কিছু সময়ের জন্য।

৬২ মিনিটে দারুণ হেডে ডেডলক ভাঙেন অ্যান্ড্রু রবার্টসন। মিনিট চারেকের মাথায় ব্যবধান বাড়ানোর সুযোগ থাকলেও তা মিস করেন মাতিপ-সালাহরা। ম্যাচের শেষ দিকে ডিভোক ওরিগির গোলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় লিভারপুলের। এই জয়ে ম্যানসিটির সঙ্গে শিরোপা লড়াই জমিয়ে তুলেছে অলরেডস।

দুই দলের ব্যবধান মাত্র ১ পয়েন্টের। যেখানে ৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটিজেনরা। আর সমান ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে লিভারপুল।

/এডব্লিউ

Exit mobile version