Site icon Jamuna Television

তেল শোধনাগার বিস্ফোরণে শতাধিক নিহতের ঘটনাকে জাতীয় বিপর্যয় বলছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট

নাইজেরিয়ার তেল শোধনাগারে বিস্ফোরণের ঘটনাকে জাতীয় বিপর্যয় হিসেবে আখ্যা দিলেন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। রোববারের (২৪ এপ্রিল) এ দুর্ঘটনায় শতাধিক মানুষের মৃত্যুর পর এই বিবৃতি দেন তিনি।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলেন, দুর্ঘটনায় গোটা জাতি ভোগ করছে প্রচণ্ড মানসিক যন্ত্রণা। এ ঘটনায় সবাই হতবাক বলেও মন্তব্য করেন তিনি।

রোববার ভোরে ইমো প্রদেশে ঘটে জোরালো ওই বিস্ফোরণ। অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯ জনে। তবে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত করার উপায় নেই। প্রাণহানির সংখ্যা বাড়বে, এমনটাই আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

ধ্বংসস্তুপে পরিণত হয়েছে সেখানে রাখা ডজনখানেক যানবাহনও। অবৈধ তেল শোধনাগারের মালিককে খুঁজছে নাইজেরিয়ার পুলিশ। দুর্ঘটনার মূল কারণ এখনও জানা যায়নি, সেটি জানতে তদন্ত শুরু হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version