Site icon Jamuna Television

৭ মাস পর গোয়ালঘর থেকে ছাড়া হচ্ছে হাজারও গরু (ভিডিও)

দীর্ঘ ৭ মাস পর গোয়ালঘর থেকে গবাদি পশুর মুক্তি। সেই অভাবনীয় দৃশ্য দেখতেই সুইডেনের দক্ষিণাঞ্চলে হাজির হন কয়েক হাজার পর্যটক।

ইউরোপের সর্ব-উত্তরের দেশটিতে কনকনে ঠান্ডা। গবাদি পশুদের বাঁচাতে সেপ্টেম্বরেই ঢোকানো হয় গোয়ালঘরে। দীর্ঘসময় অন্ধকারে কাটানোর পর এপ্রিল নাগাদ পশুগুলোকে চারণভূমিতে ছাড়া হয়। আগামী চার মাস বাইরে ঘোরার সুযোগ পাবে প্রাণিগুলো। ভৌগোলিক অবস্থানের কারণে দেশটিতে সূর্যরশ্মি তো দূরের ব্যাপার দিনের আলো পাওয়াই কষ্টকর।

ভিডিওটি দেখতে এই লিংকে যান।

Exit mobile version