Site icon Jamuna Television

কলাবাগান থানার জন্য বিকল্প জায়গা খুঁজতে মেয়রকে অনুরোধ করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি।

কলাবাগান থানার জন্য বিকল্প জায়গা খুঁজতে দক্ষিণ সিটির মেয়রকে অনুরোধ করা হয়েছে। এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

সোমবার (২৫ এপ্রিল) সকালে তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুলে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, গুরুত্বের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষা আগে। তারপরও মাঠের জন্য মেয়রকে বিকল্প পরিকল্পনার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। থানা নির্মাণের জন্য বিকল্প জায়গা পাওয়া না গেলে আলোচনা করে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গতকাল আইনশৃঙ্খলা বাহিনী মানবাধিকার কর্মী সৈয়দা রত্না ও তার ছেলে পিয়াংসুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়।

ইউএইচ/

Exit mobile version