যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ফাইল ছবি।
অনৈতিক ও অপরাধমূলক কাজ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ। বলেন, দলের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা যাবে না। সাংগঠনিক কাজ অব্যাহত রাখতে হবে।
সোমবার (২৫ এপ্রিল) সকালে ঢাকার খিলগাঁওয়ে পিছিয়ে পড়া মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করে যুবলীগ। এতে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
এ সময় যুবলীগের সভাপতি আরও বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দল গোছাতে হবে। যুবলীগের নেতা কর্মীদের প্রস্তুত থাকতে হবে।
/এমএন
Leave a reply