Site icon Jamuna Television

পাংশায় হত্যা ও ডাকাতিসহ ২৪ মামলার ২ আসামি গ্রেফতার

গ্রেফতারকৃত দুই আসামি।

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

রাজবাড়ীর পাংশার স‌রিষা ইউনিয়ন থে‌কে হত্যা, অস্ত্র, ডাকা‌তি ও বি‌স্ফোরণসহ দুই ডজন মামলার আসামি সালমান শাহ (২৭) ও কাজলকে (২৬) গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সোমবার (২৫ এপ্রিল) দুপু‌রে পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান এ তথ্য জানান। গ্রেফতারকৃত সালমান শাহ পাংশা উপজেলার সরিষার খামারডাঙ্গী গ্রামের লম্বা ছাত্তারের ছেলে এবং কাজল বহলাডাঙ্গা গ্রামের অনাথ আলী ছেলে।

পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানান, রোববার (২৪ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সরিষার বাঘারচর গ্রামের শাহজাহান মিয়ার মেহগনী বাগানে অ‌ভিযান চালায় পুলিশ। এ সময় হত্যা, অস্ত্র, ডাকা‌তি ও বি‌স্ফোরকসহ ১২ মামলার আসামি সালমান শাহ এবং অস্ত্র ও বি‌স্ফোরকসহ ১২ মামলার আরেক আসামি কাজল‌ না‌মের দুই সন্ত্রাসী‌কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২‌টি একনলা বন্দুক, ১‌টি রিভলবার, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড গু‌লি ও ৫‌টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত‌দের বিরু‌দ্ধে অস্ত্র আইনে মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

এসজেড/

Exit mobile version