Site icon Jamuna Television

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় পাঁচটি ছোড়া উদ্ধার করা হয়।

রোববার রাতে টঙ্গী হাজী মাজার বস্তি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মাগুরা জেলার মৃত আকবর মোল্লার ছেলে নান্নু মিয়া (৪৫), গাজীপুর জেলার টঙ্গী হাজী মাজার বস্তি সোহেলের ছেলে জয় (১৯), একই এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে বাবু বাবুর্চি (৪৮), কুমিল্লা জেলার মৃত ইদ্রিস আলীর ছেলে আব্দুল মামুন (৫১) ও হাজী মাজার বস্তি বাবুল মিয়ার ছেলে শরিফ হোসেন (২২)। তারা সকলে হাজী মাজার বস্তি এলাকায় বসবাস করতো।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী হাজী মাজার বস্তি এলাকার সড়ক ও জনপথ বিভাগের সামনে টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলমের নির্দেশনায় এসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা টঙ্গীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত ছিনতাই ও ডাকাতির করে আসছিল।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের সোমবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

ইউএইচ/

Exit mobile version