Site icon Jamuna Television

নড়াইলে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ কিশোরের বিরুদ্ধে

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত।

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ১৫ বছর বয়সের এক কিশোরে বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (২৪ এপ্রিল) সকালে উপজেলার নড়াগাতী থানায় মামলাটি করেন ভুক্তভোগী শিশুটির মা।

শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোর পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানা যায়, শনিবার সন্ধ্যায় অভিযুক্ত ওই কিশোর বাড়ির পাশের বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। তখন শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে পালিয়ে যায় সে।

এরপর শিশুটিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে উপজেলার নড়াগাতী থানায় আনা হয় তাকে। নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা জানান, পাশের গ্রামের এক কিশোরের নামে নড়াগাতী থানায় শিশুকে ধর্ষণ চেষ্টায় মামলা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এসজেড/

Exit mobile version