Site icon Jamuna Television

বজ্রপা‌তে এইচএসসি পরীক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

সুনামগঞ্জ প্র‌তি‌নিধি
সুনামগ‌ঞ্জে বজ্রপা‌তে এক এইচএসসি পরীক্ষার্থীসহ ২ জন নিহত হ‌য়ে‌ছে। শ‌নিবার দুপু‌রে এ বজ্রপা‌তের ঘটনা ঘ‌টে।

‌নিহতরা হল, এখলাছুর রহমান(৫৫) ও একা রানী দাস (১৮)। এখলাছুর রহমান সদর উপ‌জেলার গৌরারং ইউ‌নিয়‌নের শা‌ফেলা গ্রা‌মের মৃত আবদুল খা‌লি‌কের পুত্র। একা রানী দাস একই গ্রা‌মের রা‌ধিকা রানী দা‌সের মে‌য়ে। সে এবার ইসলামগঞ্জ ডিগ্রী ক‌লে‌জের এইচএস‌সি পরীক্ষার্থী ছিল।

‌নিহ‌তের স্বজনরা জানান, শ‌নিবার দুপু‌রে শা‌ফেলা গ্রামপার্শবর্তী বো‌রো জমি‌তে কাজ করার সময় বজ্রপা‌তের শিকার হ‌য়ে ঘটনাস্থ‌লেই নিহত এখলাছুর রহমান। প্রায় একই সম‌য়ে বা‌ড়ির উ‌ঠো‌নে কাজ করার সময় একা রানী দাস বজ্রপা‌তের শিকার হ‌য়ে মারা যান। প‌রে তা‌দের আত্নীয়স্বজনরা নিহ‌তের লাশ সদর হাসপাতাল নি‌য়ে আ‌সেন।

সদর হাসপাতা‌লের চি‌কিৎসক ডা. তন্ময় জাম‌সেদ আলম জানান,হাসপাতা‌লে নি‌য়ে আসার আ‌গেই দুই জ‌নের মৃত্যু হয়।

সদর থানার ও‌সি মো. শ‌হিদুল্লাহ দুই জ‌নের মুত্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

Exit mobile version