Site icon Jamuna Television

কমেছে স্বর্ণের দাম

ক্যারেট অনুযায়ী ভরি প্রতি কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে বাংলাদেশের বাজারেও স্বর্ণের দাম কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন। এর আগে একই কারণে গত ১৫ ও ২১ মার্চ স্বর্ণের দাম কমে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে করা হয়েছে ৭৭ হাজার ৬৮২ টাকা। যা এতদিন বিক্রি হয়েছে ৭৮ হাজার ৮৪৯ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৪ হাজার ১৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৯১ টাকা কমিয়ে ৬৩ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা কমিয়ে ৫৩ হাজার ৭১ টাকা করা হয়েছে।

মঙ্গলবার থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর করা হবে বলেও জানানো হয়। এছাড়া স্বর্ণের দাম কমলেও আগের নির্ধারিত দামই বহাল রয়েছে রুপার।

/এমএন

Exit mobile version