Site icon Jamuna Television

চট্টগ্রামে জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন চকরিয়ার জীবন

চট্টগ্রামে শতবছরের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন চকরিয়ার জীবন বলী। সোমবার (২৫ এপ্রিল) বিকেলে নগরীর লালদীঘি মাঠের পাশে জেলা পরিষদ মার্কেট চত্বরে প্রতিযোগিতার ১১৩তম আসরে কুমিল্লার শাহজালাল বলীকে হারান তিনি।

এবারের প্রতিযোগিতায় অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৮০ জন বলী। খেলা দেখতে জড়ো হন কয়েক হাজার দর্শক। বলীখেলা মঞ্চের চারপাশে যারা ঠাঁই পাননি, তারা চড়ে বসেন আশেপাশের স্থাপনায়। ফাইনাল রাউন্ডে আধঘণ্টা ধরে লড়াইয়ের পর গতবারের চ্যাম্পিয়ন শাহজালার বলীকে হারাতে সক্ষম হন জীবন বলী। ১৯০৯ সালে শুরু হয়েছিল এই বলী খেলা।

/এমএন

Exit mobile version