Site icon Jamuna Television

‘যেকোন অবস্থায় পাহাড়ে শান্তি বজায় রাখা হবে’

যেকোন অবস্থায় পাহাড়ে শান্তি বজায় রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। দুপুরে বাংলা একাডেমিতে মুক্তিযোদ্ধা ও গুনিজন সম্মানা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যারা এ হত্যাকান্ডে জড়িত তাদের অচিরেই খুজে বের করে বিচারের মুখোমুখি করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু পাহাড় নয় বাংলাদেশ নিয়ে নানা ধরণের ষড়যন্ত্র করছে বিভিন্ন মহল। এখানেও না থাকা অমূলক নয়। এছাড়া পাহাড়ের বিভিন্ন সংগঠনগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা বিরাজমান। তাদের মধ্যকার সমস্যার কারণেই মাঝে মাঝে পাহাড়ে অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। তবে যারা এসবের মধ্যে জড়িত তাদের কোনভাবেই ছাড় দেয়া হবেনা বলে হুঁশিয়ারি উচ্চারন করেন মন্ত্রী। বলেন, পাহাড় অশান্ত করতে যারা অপচেষ্টা চালাচ্ছে তাদের শিগগিরই খুজে বের করে আইনের আওতায় আনা হবে।

Exit mobile version