Site icon Jamuna Television

নিজের বিলে পানি ঢোকাতে হাওরের বাঁধ ভাঙার অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

নেত্রকোণায় হাওরাঞ্চল খালিয়াজুরীতে ইজারাকৃত বিলে পানি প্রবেশ করাতে গিয়ে বাঁধ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লোকমান হেকিমের বিরুদ্ধে।

সোমবার (২৫ এপ্রিল) গতকাল রাত ১০টার দিকে মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুরে এ ঘটনা ঘটে। এতে বিভিন্ন হাওরে পানি প্রবেশ অব্যাহত থাকায় কয়েকশ হেক্টর জমির কাঁচা ধান তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বাঁধটি মেরামত করতে কাজ করছে জেলা পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসনসহ স্থানীয় কৃষকরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর নির্মিত বাঁধটি এখন কোনোভাবেই ভাঙার কথা নয়। কৃষকরা জানান, ফিসারির পানি কমে আসছিল বলে নতুন পানিতে মাছ ডিম দেবে বলে বাঁধ কেটে দিয়ে পানি ঢোকাতে চেয়েছিলেন সাবেক চেয়ারম্যান লোকমান হেকিম। এ ঘটনায় আজ জেলা পানি উন্নয়ন বোর্ডের মামলা করার কথা রয়েছে।

/এডব্লিউ

Exit mobile version