Site icon Jamuna Television

নড়াইলে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের বিভাগীয় নেতা গ্রেফতার

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে গোপন বৈঠক চলাকালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের বিভাগীয় নেতা মো. রাসেল শেখকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল সদর উপজেলার তালতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, নড়াইল সদর উপজেলার তালতলা গ্রামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার-আল-ইসলাম’ এর একটি গোপন বৈঠক চলছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সংগঠনটির বিভাগীয় নেতা মো. রাসেল শেখকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. রাসেল শেখ তালতলা গ্রামের মো. রবিউল শেখ রবির ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের কর্মকাণ্ডের সাথে জড়িত আছে বলে স্বীকার করেছে। রাতেই রাসেল শেখকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version