Site icon Jamuna Television

অনশনে ক্যালিফোর্নিয়ার নার্সরা

বেতনভাতা, দক্ষ জনবল বৃদ্ধি এবং কাজের মান উন্নয়নের দাবিতে অনশনে নামলেন ক্যালিফোর্নিয়ার ৪ হাজারের বেশি নার্স।

সোমবার (২৪ এপ্রিল) মার্কিন রাজ্যটির একটি শিশু হাসপাতালসহ কয়েকটি চিকিৎসা কেন্দ্রের নার্সরা নামেন রাস্তায়। নার্সিং ইউনিয়নের অভিযোগ, কোভিড চলাকালে যতোটা যত্ন সহকারে রোগীদের তারা সেবা দিয়েছেন সেই তুলনায় বাড়েনি বেতনভাতা।

এছাড়া, মহামারির যন্ত্রণা ভুলতে নার্সদেরও প্রয়োজন মানসিক স্বাস্থ্যসেবা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় সাময়িকভাবে অনেক নার্সকে নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু রোগীরা তাদের কাছ থেকে সেবা নিতে নারাজ। বাধ্য হয়েই সমঝোতার পথে এগোচ্ছে হাসপাতাল প্রশাসন।

প্রসঙ্গত, মহামারিতে ক্যালিফোর্নিয়ায় প্রাণ হারিয়েছেন ৯০ হাজারের বেশি মানুষ।

/এডব্লিউ

Exit mobile version