Site icon Jamuna Television

ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার ভালকি বাজরে বজ্রপাতে মনোয়ার হোসেন (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হরিণাকুন্ড থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মনোয়ার মাঠে ধান দেখতে গিয়েছিল। হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

অন্যদিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মির্জাপুর হাটখোলার কাছে বজ্রপাতে নির্মল কুমার শর্মা (৪৮) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত নির্মল উপজেলার বাথানগাছি মিস্ত্রি পাড়ার মদন কুমার শর্মার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মল মির্জাপুর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হঠাৎ বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হোন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লস্কর জায়াদুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Exit mobile version