Site icon Jamuna Television

আদালত অবমাননায় ট্রাম্পের শাস্তি, দৈনিক ১০ হাজার ডলার জরিমানা

আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শাস্তিস্বরুপ তাকে প্রতিদিন ১০ হাজার ডলার জরিমানা দেয়ার সাজা দিয়েছেন দেশটির নিউইয়র্কের একটি আদালত। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।

কর ফাঁকির মামলায় দুই দফা নথিপত্র হাজিরে ব্যর্থ হওয়ায় সোমবার (২৫ এপ্রিল) এ অর্থদণ্ড দেয়া হয় তাকে। তথ্য প্রমাণ হাজিরে ব্যর্থতার বিষয়ে সুস্পষ্ট ব্যাখা না দেয়াকে আদালত অবমাননা বলে উল্লেখ করেন বিচারক। ফলে উপযুক্ত নথিপত্র উপস্থাপন না করা পর্যন্ত প্রতিদিন জরিমানা দিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন তিনি। অবশ্য এদিনও রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না ট্রাম্প। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন তার আইনজীবী।

/এমএন

Exit mobile version