Site icon Jamuna Television

১১ বছর পর ফের অভিনয়ে টুইঙ্কেল খান্না, নায়ক কে?

ছবি: সংগৃহীত।

স্ত্রী টুইঙ্কেল খান্না অভিনয় জড়তে খুব বেশি নাম করতে পারেননি এ বিষয়টি অকপটেই বলেন অক্ষয় কুমার। ‘দ্য কাপিল শর্মা শো’ এ কিছু দিন আগে তিনি মজা করে বলেছিলেন, ‘আমার স্ত্রী শ্যুটিং একেবারে পছন্দ করে না।’ সেই টুইঙ্কেল ফের বড় পর্দায় ফিরছেন বলে জানা গেছে। নিজেরই লেখা গল্পে অভিনয় করবেন তিনি। তবে নায়ক অক্ষয় কুমার হবেন কিনা তা জানা যায়নি।

২০০১ সালে ‘লাভ কে লিয়ে কুছভি কারেগা’ ছবিটি ছিল তার মুক্তিপ্রাপ্ত সিনেমা। এরপর আর কোনো ছবিতে দেখা যায়নি টুইঙ্কেলকে। তার ক্যারিয়ারে সফল ছবির তালিকা খুবই কম। তবে এ কথা মানতেই হবে, টুইঙ্কেল একজন ভালো লেখিকা। তাই এবারে নিজেরই লেখা গল্পেই অভিনয় করছেন তিনি।

জানা গেছে, জনপ্রিয় ছোটগল্প সংকলন ‘দ্য লেজেন্ড অফ লক্ষ্মীপ্রসাদ’ এর একটি গল্প ‘সালাম নানি আপা’ অবলম্বনেই তৈরি হচ্ছে এই গল্প। ছবিটি পরিচালনা করবেন বিজ্ঞাপন দুনিয়ার চেনা পরিচালক সোনাল ডাবরাল। এই ছবি দিয়েই বড় পর্দায় পরিচালনার অভিষেক হচ্ছে হচ্ছে তার। প্রযোজনায় থাকবে অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট, এলিপসেস এন্টারটেনমেন্ট এবং মিসেস ফানিবোনস মুভিজ। তবে কবে নাগাদ শ্যুটিং শুরু হবে তা জানা যায়নি।

এসজেড/

Exit mobile version