Site icon Jamuna Television

কসবায় ট্রাক চাপায় তিন ছাত্রলীগ নেতা নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক চাপায় ইউনিয়ন ছাত্রলীগের তিন নেতা নিহত হয়েছেন।

তারা হলেন-কুটি ইউনিয়ন ছাত্রলীগের পাঁচ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুরুল আমিন, একই ইউনিয়নের প্রচার সম্পাদক ফয়সাল এবং কায়েমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সহ সভাপতি সজল মিয়া।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে তারা কসবার দিকে যাচ্ছিলেন। শাহপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুরুল নিহত হন। হাসপাতালে নেয়ার পর মারা যায় ফয়সাল ও সজল। এ ঘটনায় ঘাতক ট্রাক আটক করা গেলেও পালিয়েছে চালক।

Exit mobile version