Site icon Jamuna Television

বিশ্বজুড়ে করোনা শনাক্ত ছাড়ালো ৫১ কোটি

ছবি: প্রতীকী

বিশ্বজুড়ে করোনার সংক্রমণ শনাক্ত ৫১ কোটি ছাড়ালো। মহামারিতে মোট প্রাণহানি হয়েছে ৬২ লাখ ৪৯ হাজার। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ৬ লাখ ২৪ হাজার ৫২৬ জন মানুষের শরীরে মিলেছে ভাইরাসটির উপস্থিতি। আর মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৬ জন।

এশিয়া অঞ্চলে কোভিডের প্রকোপ কিছুটা কমে এলেও ইউরোপে এখনো ঊর্ধ্বমুখী করোনা পরিস্থিতি। মঙ্গলবারও জার্মানিতে সর্বোচ্চ এক লাখ ৩৫ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে করোনা। পরের অবস্থানেই ফ্রান্স; লাখের কাছাকাছি ফরাসি নতুনভাবে করোনায় আক্রান্ত হয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিযোগ, মহামারির ব্যাপারে উদাসীন হয়ে গেছে সবাই। সে কারণে করোনার বিস্তার ঘটালেও কেউ আমলে নিচ্ছে না। দীর্ঘমেয়াদে এর জন্য ভুগতে হবে- এমনটাও হুঁশিয়ার করলেন স্বাস্থ্যবিদরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের পরিচালক মাইক রায়ান বলেন, এখনই ভাইরাসটির ব্যাপারে উদাসীন হবেন না। সংখ্যা কমে এলেও প্রতিদিনই বিশ্বজুড়ে করোনায় প্রাণ হারাচ্ছেন কয়েক হাজার মানুষ। তাছাড়া নমুনা পরীক্ষার প্রবণতা কমে আসায় করোনা সংক্রমণের প্রকৃত সংখ্যা মিলছে না। সবকিছু জেনেও বিশ্ববাসী অন্ধ-বধিরের মতো আচরণ করছে।

ইউএইচ/

Exit mobile version