Site icon Jamuna Television

গাজায় বিস্ফোরণে ছয় ফিলিস্তিনীর মৃত্যু

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিস্ফোরণে প্রাণ গেছে ছয় ফিলিস্তিনীর। কারণ জানা না গেলেও, শনিবারের এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। এরজন্য ইসরায়েলকে দায়ী করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

অভিযোগে বলা হয়, তেলআবিবের নিরাপত্তা ও গোয়েন্দা অভিযান চলাকালে ঘটানো হয় বিস্ফোরণ। তবে, অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। আঞ্চলিক গণমাধ্যমগুলো বলছে, নিহতরা সবাই হামাস সদস্য। একইদিন ফিলিস্তিনিদের ‘গ্রেট মার্চ ফর রিটার্ন’ কর্মসূচিতেও হামলা চালায় ইসরায়েলি সেনারা। ছয় সপ্তাহের এ বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। আহত সাত হাজারের বেশি মানুষ।

Exit mobile version