Site icon Jamuna Television

দুর্নীতি মামলায় সু চির ৫ বছরের কারাদণ্ড

অং সান সু চি। ছবি: সংগৃহীত

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা দিয়েছেন দেশটির আদালত। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বুধবার (২৭ এপ্রিল) সুচির বিরুদ্ধে দায়ের হওয়া ১১টি দুর্নীতির অভিযোগের প্রথম মামলার রায় ঘোষণা করা হয়।

মামলার অভিযোগে দাবি করা হয়েছে, সু চি ইয়াঙ্গুনের সাবেক মুখ্যমন্ত্রীর কাছ থেকে ঘুষ হিসেবে ৬ লাখ ডলার ও স্বর্ণের বার নিয়েছিলেন। তবে সু চি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করার পাশাপাশি সামরিক সরকারের দাবিগুলোকে ‘অবাস্তব’ বলে অভিহিত করেছেন।

গত বছরের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে ৭৬ বছর বয়সী সু চির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ১৮টি মামলা হয়েছে। সেগুলোর মধ্যে আছে দুর্নীতি, নির্বাচনী আইন ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের লঙ্ঘন। এসব অভিযোগ প্রমাণিত হলে সু চির সর্বোচ্চ ১৫০ বছরের কারাদণ্ড হতে পারে।

আরও পড়ুন: ভারতে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ নিহত ১১

ইউএইচ/

Exit mobile version