Site icon Jamuna Television

বিমানবন্দরের টয়লেট থেকে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে প্রায় ৪ কোটি টাকা মূল্যের পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা দল।

বুধবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে বিমানবন্দরের ওয়াশরুমের ময়লার ঝুড়ি থেকে এই স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এই স্বর্ণের বারগুলো ঝুড়িতে দুই বান্ডেল স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। এই বান্ডেলের মধ্যে ৪৬ পিস স্বর্ণের বার ছিল। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা। অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে গোল্ডবারগুলো চোরাচালানের উদ্দেশে দেশে আনা হয়েছে বলে জানায় কাস্টমস। তবে কাস্টমস গোয়েন্দাদের সক্রিয় ভূমিকার কারণে চোরাচালান চক্রটি ব্যর্থ হয়।
আরও পড়ুন: নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী
ইউএইচ/

Exit mobile version