Site icon Jamuna Television

গাড়ির পার্টস চুরি চক্রের ৭ সদস্য গ্রেফতার

গাড়ির পার্টস চুরি চক্রের ৭ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার সকালে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে।

ডিবি জানায়, এ সময় তাদের কাছ থেকে লুকিং মিরর, মিরর কাভার, জিপ গাড়ির গ্রিল লোগোসহ বিভিন্ন ধরনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এই চক্র প্রায় ৭-৮ বছর ধরে গাড়ির যন্ত্রাংশ চুরি করছে বলে জানায় ডিবি।

তারা প্রধানত নির্জন স্থানে পার্ক করে রাখা গাড়ির যন্ত্রাংশ চুরি করে সেগুলো ধোলাইখাল, মহাখালীসহ বিভিন্ন মার্কেটে বিক্রি করতো। এই ঘটনায় পল্টন থানায় মামলা করেছে ডিবি।
আরও পড়ুন: বিমানবন্দরের টয়লেট থেকে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার
ইউএইচ/

Exit mobile version