Site icon Jamuna Television

আফ্রিদির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-১০ লিগ

ছবি: সংগৃহীত

সাবেক ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে টি-টেন লিগ আয়োজন করতে যাচ্ছেন সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। আগামী সেপ্টেম্বরে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে এই মেগা স্টার্স লিগ।

শহীদ আফ্রিদির ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হচ্ছে এই লিগটি। পাকিস্তানের সাবেক খেলোয়াড়দের পাশাপাশি অন্য দেশের সাবেক খেলোয়াড়রাও অংশ নিতে পারবেন এই লিগটিতে।

এমএসএল লিগ চালুর ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ আফ্রিদিসহ সাবেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াকার ইউনুস, ইনজামাম-উল হকরা। ছ’টি দল নিয়ে আয়োজন করা হবে টুর্নামেন্টটি।

আরও পড়ুন: শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোনো ক্রিকেটারই স্পর্শ করতে পারেননি বিজয়ের রেকর্ড

অনুষ্ঠানে বলা হয়, এই লিগটি চালু করার মূল উদ্দেশ্য হচ্ছে সাবেক ক্রিকেটার, ক্রীড়া সাংবাদিক ও অন্যান্য খেলোয়াড়দের সাহায্য করা। মূলত এটি অনুষ্ঠিত হবে একটি বিনোদোনমূলক লিগ হিসেবে।

জেডআই/

Exit mobile version