Site icon Jamuna Television

মেক্সিকোতে ট্রাক থেকে ৯ জনের মরদেহ উদ্ধার

মেক্সিকোর দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি ট্রাক থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় শনিবার গুরেরো রাজ্যের টিক্সটা এলাকার একটি রাস্তার পাশ থেকে মরদেহ গুলো উদ্ধার করা হয়।

প্রশাসন জানায়, প্রাথমিক তদন্তে উদ্ধারকৃতদের কেউ হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যম বলছে, গেলো বৃহস্পতিবার নিখোঁজ হয় একটি গ্রুপের এই সদস্যরা। এর পর থেকে তাদের উদ্ধারে সন্ধান চলছিলো। পরিসংখ্যান বলছে, মেক্সিকোতে গেলো এক দশকে খুন হয়েছে ২ লাখের বেশি মানুষ। এদের বেশির ভাগই মাদক চোরাচালানের সাথে জড়িত ছিলো। বিশ্বের বিভিন্ন দেশে হিরোইনসহ অন্যান্য মাদক চোরাচালানে অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয় দেশটির সীমান্ত এলাকা গুলো।

Exit mobile version