Site icon Jamuna Television

কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের রায় চেম্বার আদালতে বহাল

কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেননি চেম্বার জজ আদালত। ফলে সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো বাধা রইলো না।

বুধবার (২৩ এপ্রিল) বিচারপতি এনায়েরতুর রহমানের চেম্বার জজ আদালত শুনানি শেষে এই আদেশ দেন। সংশ্লিষ্ট জেলা প্রশাসক এই উচ্ছেদ অভিযানে আদেশ পালন করবেন।

আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিনি বলেন, মেয়রের যোগসাজশে স্থানীয় প্রশাসন দোকান মালিকদের থেকে লাখ লাখ টাকা নিয়ে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আর সরকারের কোষাগারে দোকান প্রতি কয়েক হাজার টাকা জমা দিয়েছে।

মনজিল মোরসেদ জানিয়েছেন, আপিল বিভাগের নির্দেশনা অনুসারে সৈকত এলাকার প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রাখতে এবং কক্সবাজারের ঝিলংজা মৌজায় নির্মিত স্থাপনার প্রকল্প বন্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছিল। ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি আদালত অবমাননার অভিযোগে আবেদন করা হয়।

/এমএন

Exit mobile version