Site icon Jamuna Television

আইপিএল থেকে সরে দাঁড়াও, কোহলিকে রবি শাস্ত্রী

ছবি: সংগৃহীত

ক্যারিয়ার লম্বা করতে চাইলে আইপিএলে থেকে সরে দাঁড়াও। ব্যাট হাতে রান খরায় থাকা ভিরাট কোহলিকে এই পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। মানসিক প্রশান্তির জন্য কোহলির সরে যাওয়া উচিত বলে মনে করেন তিনি।

ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভিরাটের। এখন পর্যন্ত আইপিএলে ৯ ম্যাচ খেলে করেছেন মাত্র ১২৮ রান। এছাড়া লাখনৌ সুপারজায়ান্টস ও সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে শূন্য রানে ফিরেছিলেন ভিরাট। মঙ্গলবার (২৬ এপ্রিল) ব্যাটিং পজিশন বদলেও রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৯ রানের বেশি করতে পারেননি এই ব্যাটার।

ওয়াইটি চ্যানেলের সাথে আলাপচারিতায় রবি শাস্ত্রী বলেন, বিরতি নেয়াই তার জন্য ভালো হবে। কারণ, বেশ কিছুদিন ধরেই ক্রিকেটের মধ্যে আছে সে। সব ফরম্যাটে দলকে নেতৃত্বও দিয়েছে সে। কোহলির প্রতি তাই বলবো, আন্তর্জাতিক ক্রিকেটকে আরও ৬-৭ বছর অনেক কিছুই দেয়ার আছে তোমার। টেস্ট ক্রিকেট ও ওয়ানডে, যেসব ক্রিকেট তুমি খেলতে চাও, সেই আন্তর্জাতিক ক্যারিয়ার প্রলম্বিত করতে আইপিএল থেকে সরে যাওয়া উচিত তোমার।

আরও পড়ুন: ওয়াকার-ওয়াসিমকে বল করতে দিলে ছিনিয়ে নিতো: সেলিম মালিক

/এম ই

Exit mobile version