Site icon Jamuna Television

বাংলাদেশে করোনার নতুন ঢেউ আসার আশঙ্কা কম: সিডিসি

সিডিসির কান্ট্রি ডিরেক্টর নিলি কায়ডোস ড্যানিয়েলস।

বাংলাদেশে করোনার সংক্রমণের নতুন কোনো ঢেউ আসার আশঙ্কা কম। সংক্রমিত হলেও তা কম মাত্রার হতে পারে। বুধবার (২ এপ্রিল) সংবাদ সম্মেলনে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) কান্ট্রি ডিরেক্টর নিলি কায়ডোস ড্যানিয়েলস।

সংবাদ সম্মেলনে নিলি কায়ডোস ড্যানিয়েলস বলেন, মহামারি পরিস্থিতি উন্নতি হয়েছে অনেকটাই। ভ্যাকসিন প্রদানের হার তুলনামূলক ভালো। পাশাপাশি করোনা ঠেকাতে প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে নতুন মহামারি ঠেকাতে সজাগ থাকার পরামর্শ তার। আরও বলেন, অবহেলায় মহামারি পরিস্থিতি তৈরি হতে পারে।

দেশে অবাধ অ্যান্টিবায়েটিক ব্যবহার নিয়েও সতর্ক করেছেন নিলি। বলেন, প্রেসক্রিপশন ছাড়া যে কেউ ওষুধ ব্যবহার করছে। দীর্ঘ মেয়াদে এমন প্রচলন মৃত্যুও ঘটাতে পারে।

/এমএন

Exit mobile version