Site icon Jamuna Television

প্যারিসের রাজপথে আবারও বিক্ষোভ

ফরাসী প্রেসিডেন্ট ম্যাকরনের শ্রম আইন সংস্কারের উদ্যোগের প্রতিবাদে প্যারিসের রাজপথে আবারও বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ। ম্যাকরনের দায়িত্ব নেয়ার এক বছরের মাথায় তাকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোরও দাবি জানান বিক্ষোভকারীরা ।

মূলত রেল শ্রমিকদের মজুরির বৈষম্য ও চাকুরির নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শনিবার এই বিক্ষোভের ডাক দেয় ট্রেড ইউনিয়নগুলো। বাস্তিল দুর্গের সামনে ম্যাকরনকে ব্যাঙ্গ করে নানা প্ল্যাকার্ড হাতে সরকার বিরোধী স্লোগানও দেন তারা। ছিলো রাষ্ট্রীয় বিভিন্ন কলকারখানার শ্রমিকদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ। ফরাসী পার্লামেন্ট আইনপ্রণেতাদের মতামত অগ্রাহ্য করে অনেকটা একতরফা ভাবেই শ্রম আইন সংস্কারের উদ্যোগ নিয়েছেন ম্যাকরন এমনটাই দাবি বিক্ষোভকারীদের।

আমজনতার মতামতকে উপেক্ষা করে গণতন্ত্রের মোড়কে স্বৈরশাসন চালাচ্ছেন ম্যাকরন এমন অভিযোগও করেন তারা।

Exit mobile version