Site icon Jamuna Television

ঝিনাইদহ সীমান্তে মালিকবিহীন কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির সদস্যরা ৭টি ছোট এবং ২টি বড় মোট ৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে। ১ কেজি ৬৭৯.৬১৬ গ্রাম ওজনের সেই স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ১০৯ টাকা।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার পিপুলবাড়ি গ্রামের একটি লিচু বাগান থেকে এই স্বর্ণ উদ্ধার করে বিজিবি।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, চোরাচালান বিরোধী অভিযানের সময় মহেশপুর উপজেলার পিপুলবাড়ি গ্রামের লিচু বাগানের মধ্যে মালিক বিহীন অবস্থায় ৯টি বার উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ছোট ভাইকে দেখিয়ে বড় ভাইয়ের জামিন, র‍্যাবের হাতে আটক ছোটভাই

জেডআই/

Exit mobile version