Site icon Jamuna Television

ইউক্রেনে কোনো দেশ ‘হস্তক্ষেপের’ চেষ্টা করলে দ্রুত জবাব দেয়া হবে: পুতিন

ছবি: সংগৃহীত

নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন, ইউক্রেনে কোনো দেশ ‘হস্তক্ষেপ’ করার চেষ্টা করলে মস্কোর দ্রুত প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। বুধবার (২৭ এপ্রিল) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সেন্ট পিটার্সবার্গে আইনপ্রণেতাদের উদ্দেশে পুতিন বলেন, রাশিয়া ‘কৌশলগত নিরাপত্তা’ হুমকির মুখে পড়লে ক্রেমলিন কীভাবে প্রতিক্রিয়া দেখাবে সে বিষয়ে সব সিদ্ধান্ত এরই মধ্যে নেওয়া হয়েছে।

পুতিন বলেন, ইউক্রেনে এখন যা ঘটছে তাতে যদি বাইরে থেকে কোনো দেশ হস্তক্ষেপ করতে চায়, তাহলে তাদের জানতে হবে এতে রাশিয়ার প্রতিক্রিয়া দ্রুত এবং অত্যন্ত দ্রুত হবে। আমাদের কাছে সব ধরনের সরঞ্জাম রয়েছে যা পশ্চিমাদের কাছে নেই। আমরা আমাদের অস্ত্র নিয়ে গর্ব করব না। তবে প্রয়োজন হলে আমরা সেই অস্ত্রের ব্যবহার করব। বিশ্বেরও সেই বিষয়টি জেনে রাখা উচিত।

আরও পড়ুন: আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরমাণু অস্ত্র তৈরি করে ফেলবে ইরান: যুক্তরাষ্ট্র

জেডআই/

Exit mobile version