
গ্রেফতারকৃত ওয়াহিদুল আলম ফকির ফয়সাল। ফাইল ছবি।
ময়মনসিংহ ব্যুরো:
ময়মনসিংহের নান্দাইলের এক নারী ফুটবলারকে ধর্ষণের চেষ্টায় মামলা হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগের সাবেক নেতা ওয়াহিদুল আলম ফকির ফয়সালকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ এপ্রিল) গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী কিশোরীর বাবা-মা বলেন, আমাদের মেয়ে ছোটবেলা থেকেই খেলাধুলা করে। আমারা মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। কিন্তু হঠাৎ করে আমার মেয়ের এমন সর্বনাশ করেছে।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, ওই কিশোরী অভিযোগ দিলে ফয়সালসহ অজ্ঞাত দুইজনকে আসামি করে শনিবার ধর্ষণচেষ্টার মামলা নেয়া হয়। আজকে বুধবার দুপুরে ফয়সালকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, ভুক্তভোগীর বক্তব্য শুনেই ধর্ষণ চেষ্টার মামলা নেয়া হয়েছে। তবে মামলা হওয়ার পর অভিযোগকারী বলছে, ধর্ষণের চেষ্টা নয় বরং ধর্ষণের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু, বাবা আহত
জেডআই/
 
				
				
				
 
				
				
			


Leave a reply