Site icon Jamuna Television

ঘরমুখো মানুষের ভিড়ে চাপ বেড়েছে সড়ক ও নৌপথে

ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ভিড় দেখা যাচ্ছে দেশের প্রধান দুই নৌরুটে। যানবাহনের চাপ বেড়েছে সড়কপথেও। রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাচ্ছে দূরপাল্লার গাড়ি।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভোর থেকেই শিমুলিয়া ঘাটে ছোট গাড়ির চাপ। শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে ৯টি ফেরিতে শুধুমাত্র হালকা যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি সংখ্যা কম হওয়ায় গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। বাড়ি ফেরা মানুষের বাসযাত্রায় চাপ বেড়েছে পাটুরিয়া নৌরুটেও। এই পথে চলাচলকারী ২১টি ফেরির মধ্যে সচল রয়েছে ১৯টি।

এদিকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোর থেকেই পথে নেমে পড়েছে ঘরমুখো মানুষ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে উদ্বোধনের আগেই খুলে দেয়া হয়েছে গাজীপুরের নাওজোড় ও সফিপুর ফ্লাইওভার। এতে চন্দ্রা, সফিপুর, কোণাবাড়ি, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা পয়েন্টে যানজট আগের তুলনায় কমেছে। একই অবস্থা সিরাজগঞ্জের নলকা সেতু পয়েন্টে। এই পথগুলোতে কোনো বাধা ছাড়াই ঘরমুখো মানুষ পার হতে পারবে বলে আশা সংশ্লিষ্টদের।

/এডব্লিউ

Exit mobile version