Site icon Jamuna Television

এক বছরের জন্য কেনা যাবে মোবাইল ইন্টারনেট প্যাকেজ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, এখন থেকে গ্রাহকরা এক বছরের জন্য নিরবচ্ছিন্ন মোবাইল ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন।

বিটিআরসির দেয়া তথ্য মতে, দেশে মুঠোফোন সেবাদাতা চার প্রতিষ্ঠানই এক বছরের জন্য ইন্টারনেট প্যাকেজ বিক্রয় করবে। মুঠোফোন অপারেটর গ্রামীণফোন ও টেলিটক বছরের জন্য দুইটি এবং বাংলালিংক ও রবি একটি প্যাকেজ বিক্রির ঘোষণা দিয়েছে।

এরমধ্যে গ্রামীণফোনের ১৫ জিবি ইন্টারনেট কিনতে খরচ পড়বে ১ হাজার ৯৯ টাকা। আর ৪ শত ৪৯ টাকায় কেনা যাবে ৫ জিবি। বাংলালিংকের ৫ জিবি ইন্টারনেট কিনতে গুনতে হবে তিনশত ছয় টাকা। ৩শ’ ১৯ টাকায় ১০ জিবি ইন্টারনেটের প্যাকেজ কিনতে পারবেন রবির গ্রাহকরা। আর টেলিটক সিম ব্যবহারকারীরা তিনশত নয় টাকা খরচ করে পাবেন ২৬ জিবি ইন্টারন্টে। আর ৬ জিবি পেতে গুনতে হবে ১২৭ টাকা।

/এমএন

Exit mobile version