Site icon Jamuna Television

বজ্রপাতে নিহতের লাশ চুরির চেষ্টা, কবর ইট-সিমেন্ট দিয়ে পাকা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঝাউডাঙ্গি গ্রামে কবর খুঁড়ে বজ্রপাতে নিহত মো. মতিন মণ্ডল (৩৮) নামে এক কৃষকের মরদেহ চুরির চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মতিন মণ্ডলের বাবা মোতালেব মণ্ডল।

মোতালেব মণ্ডল বলেন, গত সোমবার দুপুরে বজ্রপাতে মারা যায় মতিন। এর পর তাকে বাড়ির পাশে কবরস্থানে দাফন করা হয়। গত মঙ্গলবার দিনগত গভীর রাতে মতিনের কবর খুঁড়ে মরদেহ চুরির চেষ্টা চালায় দুর্বৃত্তরা। বিষয়টি টের পেয়ে আমরা ধাওয়া করলে দুর্বৃত্তরা মরদেহ রেখে পালিয়ে যায়। পর দিন সকালে কবরটি ইট-সিমেন্ট দিয়ে পাকা করে দেয়া হয়।

নবাবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবুল হোসেন আলী বলেন, মতিনের মরদেহ চুরির চেষ্টার বিষয়টি রোববার সকালে আমি জেনেছি। মতিনের পরিবারকে সরকারি অনুদান দেয়া হবে।

Exit mobile version