Site icon Jamuna Television

‘যৌন নিপীড়ন বন্ধে বাংলাদেশ জিরো টলারেন্স নীতিতে’

শান্তি প্রতিষ্ঠায় সন্ত্রাসবাদ এবং যৌন নিপীড়ন বন্ধে বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। যৌন হয়রানি ও অপব্যবহার রোধ শীর্ষক জাতিসংঘের উচ্চপর্যায়ের এক সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যৌন নিগ্রহের বিরুদ্ধে লড়াইয়ে সদস্য দেশগুলোর সাথে একটি ভলান্টারি প্যাক্টে বাংলাদেশের সমর্থনের কথাও জানান তিনি। ঘোষণা দেন, ভুক্তভোগীদের সহায়তায় গঠিত তহবিলে, টোকেন কন্ট্রিবিউশন হিসেবে এক লাখ ডলার অনুদান দেয়ার।

প্রধানমন্ত্রী বলেন,’সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে জাতিসংঘ মহাসচিবের মহৎ উদ্যোগের প্রতি বাংলাদেশও প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বিশ্বাস করি, যৌন নিগ্রহের শিকার ভুক্তভোগীরা ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখে। তাদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। তাই ভিক্টিম সাপোর্ট তহবিলে এক লাখ মার্কিন ডলার দেয়ার প্রত্যয় জানাচ্ছি।’

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version