Site icon Jamuna Television

এক যুগ পর আসছে জেমসের নতুন গান

জেমসের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নেয়া ছবি।

এক যুগ পর নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন নগরবাউলখ্যাত তারকা সঙ্গীতশিল্পী জেমস।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল)১ জেমসের ফেসবুক পেজে একটি পোস্টার প্রকাশ করা হয়। এতে লেখা হয়েছে, ‘একযুগ পরে গুরু জেমস ফিরছেন নতুন গান নিয়ে চাঁদরাতে।

জানা গেছে, নগরবাউল জেমসের নতুন গানটি প্রকাশিত হবে বসুন্ধরা ডিজিটালের ইউটিউব চ্যানেলে। তবে গানের নামটি এখনও জানা যায়নি। শিগগিরই জেমস এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, বাংলাদেশে রক ও ব্যান্ড সঙ্গীতের অন্যতম বড় তারকা মাহফুজ আনাম জেমস। অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে জেমস নিজেকে নিয়ে গেছেন লিভিং লিজেন্ডের পর্যায়ে। শুধু দেশে নয় দেশের বাইরেও তার খ্যাতি রয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ রকস্টারকে কনসার্টে নিয়মিত দেখা গেলেও দীর্ঘদিন ধরে কোনো নতুন গান আসছিল না তার। অবশেষে জানা গেলে সুখবর। এক যুগ পর নিজের মতো করে নতুন গান নিয়ে আসছেন নগরবাউল গুরু জেমস।

/এসএইচ

Exit mobile version