Site icon Jamuna Television

সড়কের অবস্থা অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

ঈদযাত্রায় সড়কের অবস্থা অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক ভালো বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে গাবতলী বাসটার্মিনাল পরিদর্শনে গিয়ে ড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পরিবহন চালকরা সচেতন হলে নগরবাসীর ঈদযাত্রা নির্বিঘ্ন হবে। প্রত্যেকে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলে ঈদযাত্রা সন্তোষজনক হবে। ঈদযাত্রা সার্বিক বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন বলেও জানান তিনি। এছাড়া গাজীপুর ও উত্তরবঙ্গের সড়কগুলোর অধিকাংশ সমস্যগুলো সমাধান হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

বিএনপির রাজনীতি নিয়ে এসময় ওবায়দুল কাদের বলেন, দিশেহারা পথিক পথ হারালে যা হয় বিএনপির অবস্থা তাই। তারা যে কী চায়, নিজেরাও জানে না। লেজে গোবরে ঐক্য কখনো জাতীয় ঐক্য হতে পারে না বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

/এডব্লিউ

Exit mobile version