Site icon Jamuna Television

ফেরি ঘাটে ক্রমেই বাড়ছে মানুষের ঢল

ফেরি ঘাটে মানুষের ঢল।

প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ির পথে ছুটছে মানুষ। দেশের প্রধান দুই ঘাটে যাত্রীদের ঢল নেমেছে। বিশেষ কোরে শিমুলিয়া ঘাটে ভোর থেকে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।

ঘাট এলাকায় বাস ঢুকতে না দেয়ায় ৪-৫ কিলোমিটার হেঁটেই ফেরি ও লঞ্চে উঠছেন যাত্রীরা। পারাপারের অপেক্ষায় ঘাটে আটকে আছে কয়েকশত ছোট গাড়ি। মোটরসাইকেলের সংখ্যাও চোখে পড়ার মতো।

ভিড় সামাল দিতে হিমশিম অবস্থা ঘাট কর্তৃপক্ষের। শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে মোট ১০টি ফেরি চলাচল করছে। লঞ্চ ও স্পিডবোটেও নদী পার হচ্ছেন হাজারো মানুষ। এদিকে, পাটুরিয়া ঘাটেও ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়। সকাল থেকে ব্যক্তিগত গাড়ির চাপ বাড়ছে। পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ২১টি ফেরি চলাচল করছে।

এসজেড/

Exit mobile version