Site icon Jamuna Television

লগ্ন পেরিয়ে যাওয়ার পর মাতাল অবস্থায় উপস্থিত বর, অন্য আত্মীয়কে বিয়ে করলেন কনে

প্রতীকী ছবি

বিয়ে করতে সময়মতো পৌঁছাতে পারেননি বর। লগ্ন পেরিয়ে যাওয়ার পর হাজির হয়েছেন মাতাল অবস্থায়। এসে পাত্রীপক্ষের সাথে জড়িয়েছেন ঝগড়া আর মারামারিতে। কিন্তু বিয়ে তো আর থেমে থাকতে পারে না। তাইতো এ কাণ্ডে রেগে আগুন মেয়ের বাবা তার কন্যাকে বিয়ে দিলেন অনুষ্ঠানে উপস্থিত এক আত্মীয়ের সঙ্গে।

ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের বুলধানা জেলার মালকাপুর গ্রামে। গত ২২ এপ্রিল ছিল বিয়ের দিন। বিয়ের লগ্ন ছিল বিকেল ৪টায়। কিন্তু রাত ৮টা বেজে গেলেও বিবাহমণ্ডপে উপস্থিত হতে পারেননি বর। বন্ধুদের সাথে পার্টি করার কারণেই উপস্থিত হতে পারেননি তিনি।

দেরিতে মণ্ডপে এসে উল্টো কনেপক্ষের সাথে ঝগড়া ও মারামারি শুরু করেন ওই বর। এত ত্যক্ত-বিরক্ত হয়ে মাতাল বরের সাথে কন্যাকে বিয়ে দিতে অস্বীকৃতি জানান বাবা। পরে, অনুষ্ঠানে আসা এক আত্মীয়ের সঙ্গে কথা বলে মেয়ের বিয়ে দেন তিনি।

আরও পড়ুন: বন্দির সাথে হোয়াটস অ্যাপে ‘অশালীন’ বার্তালাপ, কারাপ্রধানের ৮ মাসের কারাদণ্ড

ওই কনের বাবা বলেন, বিয়েতে সময়মতো আসতে পারেনি বর। উল্টো এসে ঝগড়া-মারামারি লাগিয়ে দেয়। তাই বরের এমন দায়িত্বহীনতা দেখা আমার মেয়েকে অন্যত্র বিয়ে দেই আমি। সূত্র: নিউজ ১৮ ও আনন্দবাজার।

জেডআই/

Exit mobile version