Site icon Jamuna Television

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ডাক পেলেন মোসাদ্দেক সৈকত

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দলে ডাক পেলেন মিডল অর্ডার ব্যাটার মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৯ সালে।

২০২১-২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি টেস্ট খেলতে আগামী ৮ মে বাংলাদেশে এসে পৌঁছুবে শ্রীলঙ্কা দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। ২৩ মে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ স্কোয়াড: মমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি রাব্বি, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত।

আরও পড়ুন: মিরাজের স্থলে ডাক পেলেন নাঈম হাসান

/এম ই

Exit mobile version