Site icon Jamuna Television

পূর্ব ইউরোপে আট হাজার সেনা মোতায়েন করবে যুক্তরাজ্য

পূর্ব ইউরোপজুড়ে আট হাজার সেনা মোতায়েন করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের বরাতে নিউইয়র্ক টাইমসের খবর জানায়, ফিনল্যান্ড থেকে উত্তর মেসিডোনিয়া পর্যন্ত বিস্তৃত হবে বিশেষ মহড়া। এ কারণেই সেনা মোতায়েন করা হচ্ছে অঞ্চলটিতে।

মাসব্যাপী ওই সামরিক মহড়ায় ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের মতো মিত্ররাও অংশ নেবে। এ মহড়ায় ব্রিটেন ৭২টি চ্যালেঞ্জার, ২টি ট্যাংক, ১২০টি সাঁজোয়া যানের সঙ্গে আর্টলারি গানও মোতায়েন করবে।

এছাড়া সামরিক অনুশীলনে থাকবে বেশ কয়েকটি হেলিকপ্টার ও ড্রোন। এরই মধ্যে নির্দিষ্ট এলাকায় পাঠানো শুরু হয়েছে এসব সামরিক সরঞ্জাম। স্নায়ুযুদ্ধের পর ওই অঞ্চলে এটাই ব্রিটেনের সবচেয়ে বড় সামরিক মহড়া বলে জানান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী।

/এডব্লিউ

Exit mobile version