Site icon Jamuna Television

সম্পদ গোপন ও দেউলিয়া হওয়ার ভুয়া ঘোষণা দেয়ায় বরিস বেকারের কারাদণ্ড

পার্টনার লিলিয়ান ডি কারভালহো মন্টেইরোকে সাথে নিয়ে শুনানিতে উপস্থিত হয়েছিলেন বরিস বেকার।

জার্মানির সাবেক টেনিস তারকা বরিস বেকারকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছে লন্ডনের একটি আদালত। নিজেকে দেউলিয়া ঘোষণার মিথ্যা স্টেটমেন্ট দেয়ায় এ সাজা পেলেন ৬ বারের এই গ্রান্ডস্ল্যাম জয়ী।

জানা গেছে, স্পেনের মায়োরকায় বিলাসবহুল প্রোপার্টিজের ওপর ৩০ লাখ পাউন্ড ঋণ নিয়েছিলেন বেকার। কিন্তু পরে তা পরিশোধ না করে ২০১৭ সালে নিজেকে দেউলিয়া ঘোষণা করেন এ টেনিস কিংবদন্তি।

তবে বরিস ঋণ শোধ না করার জন্য পরিকল্পিতভাবে নিজেকে দেউলিয়া ঘোষণা করেন- এমন অভিযোগ সম্প্রতি প্রমাণিত হয়েছে আদালতে। সেই সাথে তিনি ২৫ লাখ পাউন্ড মূল্যের সম্পত্তি গোপন করেছিলেন সে তথ্যও এসেছে সামনে। তিনি জার্মান ও ব্রিটিশ দেউলিয়া আইনে মোট চারটি ধারায় দোষী প্রমাণিত হয়েছেন।

আদালত জানিয়েছে, ৫৪ বছর বয়সী বেকারকে তার সাজার অর্ধেক সময় কারাগারে থাকতে হবে। বাকি সময় জামিনে থাকতে পারবেন তিনি।

প্রসঙ্গত, ১৯৮৫ সালে মাত্র ১৭ বছর বয়সে ক্যারিয়ারের প্রথম উইম্বলডন শিরোপা জিতে রেকর্ড করেছিলেন বেকার।

/এসএইচ

Exit mobile version