Site icon Jamuna Television

আজ ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ

ট্রেনে ঈদযাত্রার চতুর্থ দিনে পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছে নগরবাসী। গত কয়েক দিনের তুলনায় তেমন একটা ভোগান্তি পোহাতে হচ্ছে না ট্রেনে।

যাত্রীরা জানান, ট্রেনে ঈদযাত্রায় অবশেষে স্বস্তি মিলেছে। গত কয়েক দিনের তুলনায় স্টেশনে ভিড় কম থাকায় স্বচ্ছন্দে ট্রেনে উঠতে পেরেছেন তারা। স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ির উদ্দেশে রওনা দিতে পারায় উচ্ছ্বাসও প্রকাশ করেন যাত্রীরা।

স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, সকাল থেকেই নির্ধারিত সময়ে সব ট্রেনই ছেড়ে গেছে। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়েছে বলেও জানান তিনি।

/এডব্লিউ

Exit mobile version