Site icon Jamuna Television

আবুল মাল আব্দুল মুহিতের জানাজা সম্পন্ন

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় গুলশান আজাদ মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় মন্ত্রীপরিষদের সদস্য, সংসদ সদস্য, সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেয়। জানাজায় আবুল মাল আব্দুল মুহিতের রুহের মাগফিরাত কামনা করা হয়।

এরপর দুপুর ১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সাবেক তার মরদেহ কেন্দ্রীয় শহিদ মিনারে নেয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে আবদুল মুহিতের মরদেহ সড়ক পথে সিলেট নেওয়া হবে। রোববার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে, শুক্রবার দিনগত রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

/এডব্লিউ

Exit mobile version