Site icon Jamuna Television

গ্যাং সহিংসতা নিয়ন্ত্রণে ইকুয়েডরে জরুরি অবস্থা

গ্যাং সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য জরুরি অবস্থা জারি হয়েছে লাতিন দেশ ইকুয়েডরে।

বিবিসির শনিবারের (৩০ এপ্রিল) খবর বলছে, শুক্রবার পশ্চিমাঞ্চলীয় তিন প্রদেশে কারফিউ জারির ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত থাকবে কারফিউ। অঞ্চলগুলোতে নিরাপত্তা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েনের কথাও জানান তিনি।

পার্শ্ববর্তী কলম্বিয়া ও মেক্সিকোর মাদক চোরাচালানের অন্যতম রুট হওয়ায় দেশটিতে সক্রিয় সন্ত্রাসী গ্যাংগুলো। স্থানীয় অনুসন্ধানী সাংবাদিকতার তথ্য অনুযায়ী, ২০২১ সালে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোর মধ্যে ইকুয়েডরে হত্যার হার সবচেয়ে বেশি। গেল অক্টোবরেও কারাগারে সহিংসতায় ৬৮ জন নিহতের জেরে দেশ জুড়ে টানা দুই মাস জরুরি অবস্থা জারি ছিল।

/এডব্লিউ

Exit mobile version